এন্ড্রিকঃ নেক্সট সুপারস্টার নাকি আরও একজন ফ্লপ?
.jpeg)
✍️ June 7, 2024 ভিনিসিয়ুস বাঁ পাশ থেকে করলেন না আর কারিকুরি। দরকারই বা কী! ডি বক্সে থাকা নয়া এক গোল শিকারীতে আস্থা রেখে মারলেন বল উড়িয়ে। কোনো ভুল নেই বছর আঠারোর তরুণ তুর্কীর। মোক্ষম এক হেডে ফার পোস্টে জড়িয়ে দিলেন বল। ব্রাজিল পেল স্বস্তির জয়। শেষ মুহুর্তের এই গোল শুধু তাদের শুধু একটা ম্যাচই বাচিয়ে দিলনা, উপহার দিল যেন ভবিষ্যতের এক নতুন আশা ভরসাও। নতুন এই নাম্বার নাইনের নাম এতদিনে নিশ্চয়ই শুনেছেন অনেকবারই। এন্ড্রিক ফেলিপে দে সউসা, রিয়াল মাদ্রিদের ভবিষ্যত ভাবা হচ্ছে যাকে। আসি আসি করছিলেন অনেক দিন ধরেই, সেই পালমেইরাসে থাকার সময়ে। সেখানকার যুব দলে ১৬৯ ম্যাচে করেছিলেন মোট ১৬৫ গোল! পঞ্চম বছরে অর্থাৎ ২০২২ সালে কোপা সাও পাওলো দে জুনিয়রে গোলের পর গোল করে প্রথম পান আন্তর্জাতিক পরিচিতি। বাঁ পায়ের এন্ড্রিক কিছুটা ব্রাজিলিয়ান রোনালদো দ্য ফেনোমেনন আর পেলের মিশ্রণ। কেউ কেউ রোমারিওর সাথেও মিল খুজে পান। বল পায়ে যেমন পছন্দ করেন কাটিয়ে যেতে, তেমনই একজন শার্প শ্যুটার। মাঠে চাপের মুখেও বল পায়ে রেখে এগিয়ে যাওয়াটা তার জীবনের চ্যালেঞ্জ নেওয়ার মন মানসিকতারই বহিঃপ্রকাশ। বাবার দরিদ্...