বাংলাদেশ দলে কোন পজিশনে ভালো খেলবেন হামজা চৌধুরী?


হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন এই সেদিন। তবে প্রশ্ন এখন এটাই তিনি খেলবেন কোন পজিশনে?

হামজা মূলত হোল্ডিং মিডফিল্ডার। ডিফেন্ডারদের সামনে থেকে ডিফেন্সকে শিল্ড দিতে পারদর্শী সিলেটি এই ফুটবলার। ডেস্ট্রয়ার রোলে ক্যাসেমিরোকে মনে করিয়ে দেন অনেকটাই। মারতে পারেন লং রেঞ্জের শটও। সাম্প্রতিক সময়ে অবশ্য খেলছেন রাইট ব্যাকে। সেখানেও সমানে দৌড়ে আসছেন সামনে, দিচ্ছেন কি পাস, আবার সমানতালে পিছনে গিয়ে করছেন ট্যাকেল। বাংলাদেশ দলে তাঁকে হোল্ডিং মিড বাঁ রাইটব্যাকে খেলালে অপচয় হবে তা সবাই মানছেন। আবার এই পজিশনে খেলোয়াড়ও আছেন বেশ ভালো। তাহলে কোথায় খেলালে ভালো? আমার মনে হয় হামজাকে খেলানো উচিত ডান দিকে বক্স টু বক্স মিডফিল্ডার ভূমিকায়। কেন সেটাই এবার বলব।

বাংলাদেশের হয়ে শেষ দুই ম্যাচে এই পজিশনে খেলেছেন মজিবুর রহমান জনি। চোখ ধাঁধানো পারফর্মেন্স, বিশেষ করে তাঁর লং রেঞ্জের গোলায়ই তো জিতল লাল সবুজরা। তবে টেকনিকে তো হামজা এগিয়ে থাকবে নিঃসন্দেহে। 

বাংলাদেশের মিডফিল্ডে মোহাম্মদ রিদয় আর সোহেল রানার জায়গা যেন একেবারে পাকা। যদিও চাপের মাঝে বল হারানোর প্রবণতা সোহেল রানার আছে। ডানে হামজা থাকলে এই পরিস্থিতিতে ভালোভাবে কাভার দিতে পারবেন তিনি। প্রতিপক্ষ হাই প্রেস করলে সেই তীব্র চাপ কাটাতে তাঁর মতো ডিফেন্সিভ্লি সলিড একজন বল কেড়ে নেওয়ারও সামর্থ্য রাখেন। আর সেখান থেকে সোহেল বল নিয়ে উপরের দিকে ভালো পাস দিতে পারবেন। পাসিং স্কিল তাঁর ভালো আছে, যেটা তাঁকে ক্লাব আর জাতীয় দল দুই জায়গাতেই অপরিহার্য বানিয়েছে। আবার বাংলাদেশ যখন আক্রমণে উঠবে তখন দুটো সুবিধা দেবেন হামজা। এক যদি প্রতিপক্ষ বল কেড়ে নেয় তাহলে খুব দ্রুত ডেস্ট্রয়ার হিসেবে ট্যাকেল করা যেটা তাঁর মূল দক্ষতা। আর দ্বিতীয়ত লং রেঞ্জের শটে গোল করার চেষ্টা করা। অনেকটা ক্যাসেমিরোর মতো। 

হামজা চৌধুরীকে ডান সাইডে বক্স টু বক্স মিডফিল্ডে খেলানোর একটা ভালো কারণ তাঁর সাম্প্রতিক পরিসংখ্যান। এই মৌসুমে ২০২৫ শুরুর আগে খেলেছেন মোটে ১৩০ মিনিট। এর মধ্যেই দিয়েছেন ৬৮ টি সফল পাস। ম্যন সিটি ম্যাচে শেষ ২০ মিনিটে বদলি নেমেই ১৪ টার মধ্যে ১৩ টা সফল পাস সম্পন্ন করেছেন। জেমি ভার্ডিকে ডান থেকে লো ক্রস করে বুঝিয়েছেন সঠিক জায়গায় বল ফেলতে তাঁর চোখ কতটা ভিশনারি। তবে একটা ব্যাপারই একটু অসুবিধার। বক্স টু বক্স রোলে হামজার ওয়ার্কলোড কি বেশি হবে কিনা? প্রশ্নটা এই কারণে গুরুত্বপুর্ণ যে খেলা বাংলাদেশে হলে মাঠের খারাপ অবস্থা আরো বেশি ইম্প্যাক্ট ফেলবে শরীরে। সেই সমস্যার সমাধান রয়েছে বাফুফের হাতেই, মেডিকেল সাপোর্টের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা করা।  *Penned on January 4, 2025







 

Comments

Popular posts from this blog

দাগীঃ ডিটেইলিংয়ে অনন্য এক সিনেমা

তুফানি ওয়ান টেক শটের ব্যবচ্ছেদ