হামেস রদ্রিগেজ: কোপা আমেরিকায় এক রাজকীয় প্রত্যাবর্তন
✍️ জুলাই ১৩, ২০২৪
হামেস রদ্রিগেজ- একসময় যার নাম গোটা ফুটবল দুনিয়া কণ্ঠস্থ করে ফেলেছিল, সেই কলম্বিয়ান মিডফিল্ডারের নামটাই যেন সবাই ভুলে বসেছিল। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল জয়, দারুণ সব গোল, চোখধাঁধানো পারফরম্যান্স, সবকিছু মিলিয়ে ছিল রূপকথার মতো উত্থান। কিন্তু ক্লাব ক্যারিয়ারে নিয়মিত জায়গা না পেয়ে শুরু হয় পতনের অধ্যায়। ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে পাড়ি জমালেন কাতার, তারপর ব্রাজিলের সাও পাওলো ক্লাবেও সেভাবে নজর কাড়তে পারেননি।
এবারের কোপা আমেরিকা ২০২৪ নিয়ে তাই অনেকেই সংশয়ে ছিলেন হামেসের জায়গা নিয়ে। কিন্তু কোচ নেস্তর লরেঞ্জো তাঁর উপরই ভরসা রাখলেন একেবারে নেতা বানিয়ে দিয়ে! সেই আস্থার পূর্ণ প্রতিদানই যেন দিয়ে চলেছেন হামেস। ৫ ম্যাচে করেছেন ১ গোল, দিয়েছেন ৬টি অ্যাসিস্ট। প্রত্যেক ম্যাচেই রেখেছেন সরাসরি প্রভাব।
ম্যাচ বাই ম্যাচ পারফরম্যান্স
প্যারাগুয়ে ম্যাচ: ২টি অ্যাসিস্ট
কোস্টারিকা ম্যাচ: জয়সূচক গোলে অ্যাসিস্ট
ব্রাজিল ম্যাচ: গোল না পেলেও তৈরি করেন ৩টি সুযোগ, ৮১% পাস অ্যাকুরেসি
পানামা (নকআউট): ১ গোল + ২ অ্যাসিস্ট
উরুগুয়ে ম্যাচ: মেসির রেকর্ড ভাঙা অ্যাসিস্ট
৩৩ বছর বয়সী হামেস হয়তো আগের মতো দ্রুতগতিতে দৌড়াতে পারেন না, কিন্তু তাঁর সেট পিস দক্ষতা যেন আরও ধারালো হয়েছে। তাই ৬ অ্যাসিস্টের মধ্যে ৪টিই এসেছে সেট পিস থেকে। গ্রুপ পর্বে বানিয়েছেন সর্বোচ্চ ১১টি সুযোগ, যার ৭টিই ওপেন প্লের বাইরে থেকে। কর্নার হোক বা ফ্রিকিক- কোন জায়গা থেকে কোন সতীর্থের দিকে বল পাঠালে গোল আসতে পারে, সেটা যেন চোখ বুজেই বলে দিতে পারেন।
ট্যাকটিকসে পূর্ণতা
কলম্বিয়ার ৪-২-৩-১ ফরমেশনে হামেসের ভূমিকাই যেন দলের মেরুদণ্ড। নাম্বার টেন পজিশনে খেললেও প্রায় সময় নিচে নেমে এসে বল বিলি করেছেন, আবার সুযোগমতো চলে গেছেন উইংয়। যার ফলে লুইস ডিয়াজ ও আরিয়াসের জন্য তৈরি হয়েছে ভিতরে ঢোকার সুযোগ।
এই গতিশীল মুভমেন্ট আর ইনটেলিজেন্ট পজিশনিং কলম্বিয়ার আক্রমণে নিউমেরিক সুপেরিয়িটি এনে দিয়েছে। সাথেই যুক্ত হয়েছে দুই ফুলব্যাকের ওভারল্যাপিং, যার ফলে রক্ষণ ভাঙা আরও সহজ হচ্ছে।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এখনো বাকি”
কোচ লরেঞ্জো বলেছেন, “হামেসের আছে কন্টিনিউইটি ও কমিটমেন্ট।” আর হামেস নিজেই বলেন, “সবচেয়ে গুরুতবপূর্ণ ব্যাপার এখনো মিসিং, আর সেটা হলো ফাইনাল খেলা।”
এই কথাই বোঝায়, নিজের সর্বোচ্চটা দিতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ তিনি। মেসির আরেকটি শিরোপার গল্প অনেকেই চাইবেন, কিন্তু হামেসের এই রূপকথার কামব্যাকও নিশ্চয়ই কলম্বিয়াকে অনুপ্রাণিত করবে ইতিহাসের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের স্বপ্ন দেখতে।
#CopaAmerica2024 #JamesRodriguez #colombiafootball #FootballComeback
Comments
Post a Comment