Posts

Showing posts from July, 2025

ফুটবল ড্রামায় পরিপূর্ণ রাত: মুসিয়ালার ইনজুরি, লাল কার্ড আর বীরত্বের গল্প

Image
  ফুটবলের অবিশ্বাস্য এক রাত! পিএসজি ও রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে জিতে সেমিফাইনালে উঠে গেছে। স্কোরলাইন দেখে মনে হবে এ যেন নিয়মমাফিক জয়। কিন্তু আজ যা ঘটেছে, তা ফুটবলবিশ্বকে নাড়িয়ে দিয়েছে। একদিকে জামাল মুসিয়ালার ইনজুরিতে সবাই শঙ্কিত, অন্যদিকে দুই ম্যাচেই ফলাফল অনেকটা নির্ধারিত হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত সময়ের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। পিএসজির দুই ও রিয়ালের এক লাল কার্ড নিঃসন্দেহে এই দুই হেভিওয়েটের সেমিফাইনাল যাত্রায় প্রভাব ফেলতে যাচ্ছে। কার্ড কাহিনি পরে আসছে, আগে দেখে নিই দুই ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তগুলো। ম্যানুয়েল নয়্যার "সুইপার কিপার" হতে গিয়ে একাধিকবার হাস্যকর ভুল করেছেন। কিন্তু আবার এক পর্যায়ে অসাধারণ এক সেভ দিয়ে পুরোনো নয়্যারকেও মনে করিয়ে দেন। বারকোলার শটটা আগেভাগেই বুঝে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দুর্দান্ত এক রিফ্লেক্সে। কিন্তু দুয়ের শট ঠেকানো নয়্যারের পক্ষেও সম্ভব হয়নি। ভালো এক কাট-ইনে দুয়ে এমনভাবে শরীর ঘুরিয়ে বলটি পোস্টে গড়িয়েছেন, যাতে নয়্যার তাল মেলাতে পারেননি। রিয়ালের পক্ষে গোল করে জয় নিশ্চিত করেছিলেন এমবাপ্পে, দারুণ এক সিজর কিকে। কিন্তু পরে হুইসেনের লাল কার্ডের উপহারে...